Skip to content Skip to left sidebar Skip to footer

মেয়র মহোদয়ের প্রোফাইল

টাঙ্গাইল জেলার বাসাইল পৌরসভার মেয়র জনাব মো. রাহাত হাসান ১৯৭৬ সালের ০৭ জুলাই বাসাইল পৌর এলাকার আন্দিরা পাড়া (দক্ষিণ পাড়া) এলাকায় মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা জনাব মো. শাহজাহান মিয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। মা জনাব শামছুন্নাহার ও স্ত্রী সাদিয়া আক্তার গৃহীনি। ভাই ইবনে হাসান ব্যবসায়ী। বোন শামীমা আক্তার গৃহীনি। দুই ছেলে তাহমিদ জাবের ও ফিহাদ হাসান অধ্যয়নরত।

জনাব মো. রাহাত হাসান বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরোত্তম এর নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন কৃষক শ্রমিক জনতা লীগের বাসাইল উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি কৃষক শ্রমিক জনতা লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ যুব আন্দোলনের বাসাইল উপজেলা শাখার সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।