Skip to content Skip to left sidebar Skip to right sidebar Skip to footer

যোগাযোগ ব্যবস্থা

টাঙ্গাইল জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে বাসাইল পৌরসভা কার্যালয়ের অবস্থান। জেলা সদর থেকে পৌরসভা কার্যালয় পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর। তবে অপেক্ষাকৃত নীচু পৌর এলাকার বিভিন্ন স্থানে অভ্যন্তরীন যোগাযোগের জন্য কিছুটা কষ্ট করতে হয়। এক্ষেত্রে বর্ষাকালে মানুষের সমস্যা কিছুটা বেড়ে যায়। এ সময় নৌকাযোগেই মানুষ যাতায়াত করে থাকেন।
রাজধানী ঢাকা কিংবা দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য স্থান থেকে বাসাইল পৌরসভা কার্যালয়ে পৌছাতে অনেকেই টাঙ্গাইল বাসস্ট্যান্ডে যান। তবে অধিকাংশ সময়ই ঢাকা-টাঙ্গাইল জাতীয় সহাসড়কের করটিয়া বাইপাস বাসস্ট্যান্ড ও ভাতকুড়া বাসস্ট্যান্ড ব্যবহার করেন।
বাসাইল-টাঙ্গাইল সড়কে মাঝে মধ্যে দুই একটি মিনিবাস চললেও মূলত সিএনজি চালিত অটোরিকশা যোগাযোগের একমাত্র মাধ্যম। টাঙ্গাইল থেকে পার্শ্ববর্তী সখিপুরসহ আশেপাশের এলাকায় যাওয়ার জন্য সুন্দর প্রশস্ত রাস্তাটি বাসাইলের উপর দিয়ে চলে গেছে। বাসাইলের সঙ্গে যোগাযোগের জন্য এই সড়কটিই ব্যবহৃত হয়।

বাসাইল আসতে টাঙ্গাইল কিংবা উপরে উল্লেখিত দুইটি বাসস্ট্যান্ড থেকে (ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হয়ে) সিএনজি চালিত অটোরিকশাযোগে সরকারের সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধানে থাকা রাস্তা দিয়ে রওনা হন। জনসাধারন যারা বাসাইল পৌরসভা কার্যালয়ে আসবেন তাদের বাসাইল বাসস্ট্যান্ডে নেমে পৌরসভা রোডে (পোষ্ট অফিস রোড) আসতে হয়।

0 Comments

There are no comments yet

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *