Author: Basailpaurashava
এক নজরে পৌরসভা
বাসাইল পৌরসভা ‘খ’ শ্রেণীর পৌরসভা। বাসাইল পৌর এলাকার আয়তন ১৬.৩৪ বর্গ কিলোমিটার। লোক সংখ্যা ২৩,৭৯৪ জন (আদম শুমারী ২০২২ অনুযায়ী)। যার মধ্যে পুরুষ রয়েছেন ১১,৬৯৩ জন, আর নারী নারী ১২,১০১ জন। ভোটার সংখ্যা ১৮৪৩৭ জন। শিক্ষার হার শতকরা ৭৮ ভাগ। হোল্ডিং সংখ্যা ৫৬৩৩ টি। স্যানিটেশন ব্যবস্থা শতভাগ।
বাসাইল পৌর এলাকায় ২৮টি মহল্লা রয়েছে। এছাড়া একটি শহীদ মিনার, একটি স্মৃতিসৌধ, একটি সরকারি কলেজ, একটি বেসরকারি কলেজ, একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, দুইটি মাধ্যমিক বিদ্যালয়, ১৯টি মাদ্রাসা, ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০টি কিন্ডার গার্টেন, ৩৯টি মসজিদ, ২৩টি মন্দির, একটি ঈদ গাঁ মাঠ, একটি সরকারি হাসপাতাল, চারটি বেসরকারি ক্লিনিক, একটি হেলিপ্যাড, দুইটি শ্মশান ঘাট, একটি পানি শোধনাগার, একটি হাট, একটি কসাইখানা, একটি ফায়ার সার্ভিস স্টেশন একটি বাস স্টেশন রয়েছে।