Uncategorized
বিশেষ অর্জন
বাসাইল পৌরসভা গঠনের পর থেকেই নানা কাজে অত্যন্ত সুনাম অর্জণ করে চলছে। খেলাধুলা, সংস্কৃতি, সামাজিকতা সবকিছুতেই সুনামের সঙ্গে পৌরসভার সদস্যবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করছেন।
পৌরসভা গঠনের পর উপজেলাব্যাপী ফুটবল ও ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহণ করে একাধিকবার রানার্স আপ হয়েছে।
গত ১৬ থেকে ১৮ জুন ২০২৩ খ্রিস্টাব্দ, অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২৩ খেলায় কৃতিত্বের সঙ্গে বাসাইল পৌরসভা চ্যাম্পিয়ন হয়।
গত ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, ছিল জাতীয় স্থানীয় সরকার দিবস। এ উপলক্ষে ১৯ সেপ্টেম্বর ২০২৩ অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্ট খেলায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন (ছয় ইউনিয়নসহ) কে হারিয়ে বাসাইল পৌরসভা চ্যাম্পিয়ন হয়।
যোগাযোগ ব্যবস্থা
টাঙ্গাইল জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে বাসাইল পৌরসভা কার্যালয়ের অবস্থান। জেলা সদর থেকে পৌরসভা কার্যালয় পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর। তবে অপেক্ষাকৃত নীচু পৌর এলাকার বিভিন্ন স্থানে অভ্যন্তরীন যোগাযোগের জন্য কিছুটা কষ্ট করতে হয়। এক্ষেত্রে বর্ষাকালে মানুষের সমস্যা কিছুটা বেড়ে যায়। এ সময় নৌকাযোগেই মানুষ যাতায়াত করে থাকেন।
রাজধানী ঢাকা কিংবা দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য স্থান থেকে বাসাইল পৌরসভা কার্যালয়ে পৌছাতে অনেকেই টাঙ্গাইল বাসস্ট্যান্ডে যান। তবে অধিকাংশ সময়ই ঢাকা-টাঙ্গাইল জাতীয় সহাসড়কের করটিয়া বাইপাস বাসস্ট্যান্ড ও ভাতকুড়া বাসস্ট্যান্ড ব্যবহার করেন।
বাসাইল-টাঙ্গাইল সড়কে মাঝে মধ্যে দুই একটি মিনিবাস চললেও মূলত সিএনজি চালিত অটোরিকশা যোগাযোগের একমাত্র মাধ্যম। টাঙ্গাইল থেকে পার্শ্ববর্তী সখিপুরসহ আশেপাশের এলাকায় যাওয়ার জন্য সুন্দর প্রশস্ত রাস্তাটি বাসাইলের উপর দিয়ে চলে গেছে। বাসাইলের সঙ্গে যোগাযোগের জন্য এই সড়কটিই ব্যবহৃত হয়।
বাসাইল আসতে টাঙ্গাইল কিংবা উপরে উল্লেখিত দুইটি বাসস্ট্যান্ড থেকে (ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হয়ে) সিএনজি চালিত অটোরিকশাযোগে সরকারের সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধানে থাকা রাস্তা দিয়ে রওনা হন। জনসাধারন যারা বাসাইল পৌরসভা কার্যালয়ে আসবেন তাদের বাসাইল বাসস্ট্যান্ডে নেমে পৌরসভা রোডে (পোষ্ট অফিস রোড) আসতে হয়।
অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী
নং | ছবি | নাম ও পদবী | চাকুরীতে যোগদানের তারিখ | অত্র পৌরসভায় যোগদানের তারিখ | পিআরএল এ গমন-অবসর গ্রহণের তারিখ | মন্তব্য |
০১ | জনাব মো. হাবিবুর রহমান খান, নৈশপ্রহরী | ০৬.০৬.২০১২ | ০৬.০৬.২০১২ | ০৭.০৪.২০১৭ | বাসাইল পৌরসভায় আত্মীকরণকৃত নিয়োগ | |
০২ | জনাব আজাহার খান, দারোয়ান | ০৬.০৬.২০১২ | ০৬.০৬.২০১২ | ০৬.০৬.২০১৯ | বাসাইল পৌরসভায় আত্মীকরণকৃত নিয়োগ | |
০৩ | জনাব আকবর আলী খান, মালী | ০৬.০৬.২০১২ | ০৬.০৬.২০১২ | ০১.১২.২০২০ | বাসাইল পৌরসভায় আত্মীকরণকৃত নিয়োগ | |
০৪ | জনাব আব্দুর রশিদ খান, এমএলএসএস | ০৬.০৬.২০১২ | ০৬.০৬.২০১২ | ১২.১২.২০২০ | বাসাইল পৌরসভায় আত্মীকরণকৃত নিয়োগ | |
০৫ | জনাব গোপাল মন্ডল, নৈশ প্রহরী | ০৬.০৬.২০১২ | ০৬.০৬.২০১২ | ০১.০২.২০২১ | বাসাইল পৌরসভায় আত্মীকরণকৃত নিয়োগ | |
০৬ | জনাব দিলীপ পাল, দারোয়ান | ০১.০৪.২০২১ | ০১.০৪.২০২১ | ০২.১০.২০২৪ |
হোল্ডিং সংক্রান্ত তথ্য
টাঙ্গাইল জেলার বাসাইল পৌরসভার হোল্ডিং সংখ্যা ৫৬৬৩টি।
অডিট সংক্রান্ত তথ্য
টাঙ্গাইল জেলার বাসাইল পৌরসভার ২০১১-২০১৫ এবং ২০১৫-২০১৬ সালে অডিটের আপত্তিকৃত সংখ্যা ১১ টি। এর মধ্যে ব্রডশিটে জবাব প্রেরণের সংখ্যা ১১টি। নিস্পত্তিকৃত অডিট আপত্তি ০১টি। অনিস্পত্তিকৃত অডিট আপত্তির সংখ্যা ১০টি। যার ত্রিপক্ষীয় সভার প্রক্রিয়া চলমাল।
পৌরসভার পটভূমি
টাঙ্গাইল জেলার অন্তর্গত এতিহ্যবাহী বাসাইল পৌরসভাটি বাসাইল ইউনিয়নের ছয়টি ওয়ার্ড বিলুপ্ত করে উপজেলা সদরের ছয়টি মৌজার মধ্যে নয়টি ওয়ার্ডের সমন্বয়ে ১৫ মার্চ ২০১১ খ্রিস্টাব্দ, গঠিত হয়। যার কার্যক্রম শুরু হয় ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে।